কবিঃ কল্পনা দাস
মনের ভাষা, প্রাণের ভাষা
বাংলা ভাষা ভাই
আকুল করা,মায়ায় ভরা
অন্য ভাষায় নাই।
বাংলার মাটি বাংলার নদী
বাংলাতে গান গাই
বাংলার কোলে শীতল ছায়ায়
প্রকৃত সুখ পাই।
পাক বাহিনী এই ভাষাকে
দিতে চায়নি মান
বাংলার দামাল ছেলেরা তাই
দিলো তাদের প্রাণ।
বাঙালিরা নির্ভীক জাতি
মরতে পায়না ভয়
অনেক প্রাণের বিনিময়ে
মাতৃভাষার জয়।
কোনোদিন ভুলবোনা তাই
শহীদ ত্যাগের দাম
হৃদয় জুড়ে থাকবে গেঁথে
সালাম,বরকত নাম।