কবিঃ হারুনুর রশীদ
তোমার ভাষা, আমার ভাষা, তোমার আমার মায়ের ভাষা, বাংলা ভাষা।
সুখের ভাষা, দুখের ভাষা, আওড়ায় যতো মজুর চাষা, বাংলা ভাষা।
মুখের ভাষা, বুকের ভাষা, স্বাধীনতার স্বপ্ন-আশা, বাংলা ভাষা।
পেলব ভাষা, মধুর ভাষা, প্রতিবাদের কঠোর ভাষা, হানাদারদের সর্বনাশা , আমজনতার ভালোবাসা। বাংলা ভাষা।।
All Rights Reserved ©2024