মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন; টিকাদানের গতি বাড়াতে সিদ্ধান্ত ডুগানের

টিকাদানে গতি আনতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটি। মেয়র মাইক ডুগান মঙ্গলবার ডেট্রয়েটের বাসিন্দাদের করোনারভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ডেট্রয়েট হাসপাতালে দ্রুত বাড়ছে। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের রেকর্ডসংখ্যক সংক্রমণের কারণে ডেট্রয়েট বাসিন্দাদের টিকা নেওয়ার জন্য বা বুস্টার শট পেতে অনুরোধ করে বলেন, “প্রয়োজন হলে আপনাদেরকে টিকা দিতে আমরা নার্সিংহোমে চলে আসব, আমরা গৃহহীনদের আশ্রয়ে চলে আসব। আপনি বাড়িতে থাকলে আমরা আপনার বাড়িতে চলে আসব।” সাংবাদিকদের ডুগান বলেন, মঙ্গলবার পর্যন্ত ২৫৬ জন ডেট্রয়েট বাসিন্দা ভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা দুই থেকে তিন সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি। তিনি বলেন, “এটি যদি আগামী তিন সপ্তাহের মধ্যে আবার দ্বিগুণ হয়, আমরা ২০২০ সালের চেয়েও ভয়ংকর পরিস্তিতি দেখতে পাব।এটি আমাদের সংক্রমণের সর্বোচ্চ হার, ডেট্রয়েট শহর কিন্তু আমাদের সর্বোচ্চ শিখরে নয়, তবে আমি সন্দেহ করছি এক বা দুই সপ্তাহের মধ্যে ডেট্রয়েটও এটিকে ছাড়িয়ে যাবে।” ইতিমধ্যেই তাঁর অফিসের নিয়োগকৃতদের মধ্যে বেশ কয়েকজনকে টিকা দেয়া হয়েছে এবং একটি বুস্টার শটও পেয়েছেন। ডুগান বলেছেন তিনি তাঁর অফিসে কর্মরত নিয়োগকারীদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলেক করে তাঁর অফিসকে নিরাপদ রাখতে চেস্টা করছেন। ইউনিয়ন বা সিভিল সার্ভিস কর্মীদের জন্য ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, “আমাদের ডেট্রয়েট শহরে এখনও খুব কম টিকা দেওয়ার হার রয়েছে। আমি গত দেড় বছর ধরে শহরের ইউনিয়ন নেতাদের কাছে একটি নিরঙ্কুশ প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যা কিছু করব, আমরা একসাথে বসে কথা বলব। এবং এটি নিয়ে এখন পর্যন্ত কোনও কথাবার্তা হয়নি। তাই ইউনিয়ন বা সিভিল সার্ভিস কর্মীদের টিকা নেয়ার বিষয়ে একেবারেই কোনও কথোপকথন নেই কারণ মহামারীটি শহর এবং রাজ্যে বেড়েই চলেছে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১