শুক্রবার, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে বাস্তুচ্যুত ৫ লাখেরও বেশি মানুষ
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা
হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন : হাসনাত
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার
বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় : মির্জা আব্বাস
মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান
ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাসিম
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ৩২ হাজার ৮১১ প্রবাসীর

বাধ্য হয়েই গুলি করেছে আইন-শৃঙ্খলা রক্ষারকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনে বাধ্য হয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা) ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করেছে। না পেরে তারপর আমাদের সেনাবাহিনীকে আসতে হয়েছে। যেখানে না পেরেছে, সেখানে বাধ্য হয়ে, জীবনরক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য গুলি করতে বাধ্য হয়েছে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট কতগুলো গুলি করেছে, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) জানেন, সব হিসাব-নিকাশ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাখেন। এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয়, তাহলে একটা তদন্ত হয়, সেগুলো হবে ইনশাল্লাহ। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিআরপিসি ও অন্যান্য আইনে দেওয়া আছে তার (পুলিশের) জীবনরক্ষা করার। কাজেই পুলিশ বাহিনীর যা যা করার দরকার তা অতি ধৈর্য্যের সঙ্গে করেছে। তারা প্রথমে বলেছে, ধাক্কিয়েছে, সরে যেতে বলেছে, যায়নি (আন্দোলনকারীরা)। আপনারা দেখেছেন টিয়ারগ্যাস ছুড়েছে, যায়নি। জলকামানের গাড়ি পুড়িয়ে দিয়েছে। যেখানে আগুন ধরেছে, ফায়ার সার্ভিসের গাড়ি যেতে চেয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি পুড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘উত্তরায় কি যে বিভৎস! গাজীপুরে আমাদের জনপ্রিয় মেয়র (সাবেক) জাহাঙ্গীরের এক স্টাফের লাশকে কীভাবে ঝুলিয়ে রাখছে। ওখানে আমাদের পুলিশ বাহিনী যেতে গিয়েও যেতে পারে নাই। পুলিশ বাহিনী ফেরত আসছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ