কবিঃ শাহী সবুর
কুটি মিয়ার আশি বছর
বুড়া হবে কবে?
চলাফেরা দেখলে তাকে
বালক বলে সবে।
কুটি মিয়ার ছোট্ট ছেলে
বড় ব্যবসা করে,
টাকা পয়সা কামাই করে
রাখে নিয়ে ঘরে।
সুযোগ পেলেই কুটি মিয়া
ছেলের টাকা নিয়ে,
ভিডিও গেম খেলতে বসে
দোকান ঘরে গিয়ে।
ছেলে বলে কোন সাহসে
আমার টাকা ধরো?
লাগলে টাকা চেয়ে নিবা
চুরি কেন করো?
বাবা বলে ছোট্টকালে
তুই ও তো চোর ছিলি,
কত দিনে কত টাকা
চুরি করে নিলি?
প্রতিশোধ আজ নিচ্ছি আমি
চুপ করে থাক বেটা,
তোর টাকা আজ করবো চুরি
লাগবে আমার যেটা।