মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ

বারোমাসি ভালোবাসা

কবিঃ হারুনুর রশীদ

বৈশাখ মাসে বাও-বাতাসে লাগে বেজায় গরম।
মনের মধ্যে ভালোবাসা, চোখে-মুখে শরম!
জ্যৈষ্ঠ মাসে মিষ্ট রসে নানান ফলের বাহার!
তোমার কথাই মনে পড়ে যখন করি আহার।

আষাঢ়ে মেঘ ঘনায় আবেগ, কাঁদন হয়ে ঝরে!
সকাল-বিকাল মনটা বেহাল পাকুর পাকুর করে!
শাওন মাসে বন্যা আসে, বাড়ে আরও বৃষ্টি।
মনের দুঃখে দুটি চোখে ঝাপসা লাগে দৃষ্টি!

ভাদর মাসে আদর করে খাওয়াই তালের পিঠে।
ভালো লাগে শোনতে তোমার মুখের কথা মিঠে।
আশ্বিন মাসে বাঁশি বাজাই তোমার বাড়ির পাছে
খেলার ছলে গাছের তলে আসলে আমার কাছে।

কার্তিক মাসে বাতিক বাড়ে, আরও কিছু চাই।
সুযোগ পেয়ে ঠ্যাঙানি দেয় তোমার গুণ্ডা ভাই!
অঘ্রান মাসে ব্যাগ্র মনে চাঙা ভালোবাসা।
একটুখানি দেখা পেলে মিটে কিছু আশা।

পউষ-মাঘে ঠাণ্ডা লাগে, শোই কম্বলের তলায়।
স্বপন দেখি তুমি এসে ধরছো আমার গলায় !
ফাগুন মাসে আগুন হয়ে উঠে প্রেমের জ্বালা!
আপন করে কাছে পেলে আসবে সুখের পালা।

চৈতি বাতাস সুখের আভাস দিলো অবশেষে।
বধূ হয়ে আসলে তুমি চাঁদের মত হেসে।
মনের দুঃখ মনে চেপে পোড়া মুখে হাসি।
বৈশাখ হইতে ফাগুন-চৈতে সমান ভালোবাসি।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১