রাশিয়া খাতুনঃ (২১শে ফেব্রুয়ারী২০২২) বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে পালিত হলো অমর একুশের অনুষ্ঠান।
এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতায় একুশ, এবং অমর একুশের গান গেয়ে গেয়ে সবাই শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদ মিনার কমিটির এসিসটেন্ট সেক্রেটারী কাজী লোকমান হোসেন এবং মহিলা সম্পাদিকা রাশিয়া খাতুনের যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলার আফজল হোসেন,
বার্মিংহামস্হ সহকারী হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী নাজমুল সাকিব , বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি কামরুল হাসান চুনু, মাল্টিপারপাস সেন্টারের সাবেক সহ সভাপতি ফয়জুর রহমান চৌধূরী এমবিই, বার্মিংহাম আওয়ামী লীগের রিয়াল সম্পাদক মাহবুব আলম চৌধূরী মাখন, সাংবাদিক কলামিসট শেবুল চৌধূরী,
সাংবাদিক রিয়াদ আহাদ, কমিউনিটি নেতা ডাঃ আব্দুল খালিক, বিঅন টিভি’র আবু হায়দার চৌধূরী সুইট, বাংলা কাগজের আব্দুল কাদির আবুল,প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ফিরোজ রববানী এবং বার্মিংহামের অতি সুপরিচিত বিশিষ্ট সংগীত শিল্পী রোজী সরকার , শিল্পী শেবুল মিয়া, মহী রব্বানী, ইয়াহি মোহাম্মদ জয়।তবলায় ছিলেন শফি মোহাম্মদ।
অনুষ্ঠান শেষে রাত বারোটা এক মিনিটের সময় একুশের গানে গানে (আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি) সবাই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমেই বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি শহীদ বেদীতে ফুল দেন। অতঃপর একে একে বাংলাদেশ সহকারী হাই কমিশনার,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, বাংলাদেশ কাউন্সিল, বার্মিংহাম আওয়ামী লীগ, বার্মিংহাম যুবলীগ,ওয়েস্ট মিডলেন্ডস যুবলীগ,জাতীয় পার্টি,’অমরাবতি’ কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মিডল্যান্ডস কালচারাল এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।