রাশিয়া খাতুনঃ লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উত্তর এক বিশেষ মতবিনিময় সভা বিগত ৮ই ফেব্রুয়ারী (২০২২) স্হানীয় ফুলকপি মিঠাই ঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধূরী এমবিই এবং পরিচালনা করেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী যুবরাজ, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, বাংলা কাগজের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খসরু খান, বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি কামরুল হাসান চুনু,
বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন, বার্মিংহাম বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুয়ীন চৌধূরী সিমন,বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ রনজু মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী শেখ খালিক উদ্দিন, বাংলা কাগজের উপদেষ্টা ফিরোজ রববানী,সাংবাদিক কাজী লোকমান হোসেন, কলামিসট ম,আ কাদির, সাংবাদিক নাসির আহমদ প্রমুখ।
সাংবাদিক আহমেদ কবিরের পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সাত্তার-মোসলেহ-সালেহ এলায়েন্সে এক্সিকিউটিভ সদস্য প্রার্থী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেবুল চৌধূরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে বার্মিংহামের সকল মিডিয়া ব্যক্তিত্ব তথা বিশেষ করে বাংলা কাগজ,বিঅনটিভি সহ সকল সাংবাদিকদের ভোট প্রদান থেকে শুরু করে, দোয়া, সমর্থন সহযোগিতা, সহমর্মিতার জন্য সবাইকে নির্বাচনী এলায়েন্সের পক্ষ থেকে এবং নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান।
উক্ত সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে, নির্বাচনের বিভিন্ন দিক এবং সেই সাথে বার্মিংহাম বাংলা মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপস্থাপিকা রাশিয়া খাতুন, সিলেট সরকারী মহিলা কলেজ নেটওয়ার্ক ইউ কের সভাপতি মির্জা ফাতেমা খান, সাধারণ সম্পাদক আখতারুন চৌধূরী গুলশান, কোষাধ্যক্ষ তাহেরা আনোয়ার চৌধূরী, বিশিষ্ট নারী নেত্রী ফাতেমা শামিম চৌধূরী, বিঅন টিভি’র অন্যতম পরিচালক নূরুন চৌধূরী কলি, বিঅন টিভি’র অন্যতম ডাইরেক্টর আবু হায়দার চৌধূরী সুইট, সাংবাদিক মিজান রেজা চৌধূরী, সাংবাদিক জাহেদ উদ্দিন,নারী নেত্রী লাকি উদ্দিন প্রমুখ।