শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়ী শুভেচ্ছা

বিজয়ী শুভেচ্ছা
পত্রলেখা ঘোষ

বিজয়েরই মহান সে দিন এলো বাংলাদেশে,
কতো শহীদ প্রাণ যে দিলো দেশকে ভালোবেসে!
বিজয় আসে কঠিন পথে গেছে অনেক প্রাণ-
তাজা রক্ত ঝরেছে খুব আজো বহে ঘ্রাণ।

চারিদিকে লাশের গন্ধে বাতাস হলো ভারী,
নির্মমতার স্বীকার সবাই কি পুরুষ কি নারী!
এসো সবাই তাঁদের স্মরণ করি একটিবার –
তাঁদের ঋণ অপরিশোধ্য নমি শতবার।

তাঁদের কথা আমরা যেন কভু না যাই ভুলে,
আজকে তাঁদের স্মৃতিতে লোক শ্রদ্ধা জানায় ফুলে।
দুখের পথটি পার হয়ে আজ বিজয় এলো হাতে-
শ্রমজীবীর মনটা খুশি বিজয় এলো ভাতে।

বিজয় দিনে সবাই খুশি হর্ষে বাংলার লোক,
সবার মন আজ উৎফুল্ল যে নেই তো কোনো শোক।
তোমার দেশে থাকি না তোমাদের ভালোবাসি-
দেশ যেন হয় সুসমৃদ্ধ হেসো বিজয়ের হাসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024