ইধিকা পাল
গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
সোনাল চৌহান
গত মাসে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরছেন অভিনেতা শাকিব খান। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ২০০৮ সালে তেলুগু সিনেমা ‘রেইনবো’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন সোনাল চৌহান। মডেলিং থেকেই বলিউডে প্রবেশ তার। ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ২০১৩ সালে করেন ‘থ্রিজি’ সিনেমা। ‘জান্নাত’ ও ‘থ্রিজি’ সিনেমা দিয়েই বলিউডে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ‘বুডঢা…হোগা তেরা বাপ’, ‘পল্টন’ এবং ‘জ্যাক’, ‘দ্য পাওয়ার’ এবং ‘দিল’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন সোনাল। এ ছাড়া তিনি তেলুগু, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। এবার শাকিব খানের হাত ধরেই বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন তিনি।
কোর্টনি কফি
গত বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল ‘রাজকুমার’ নামের নতুন সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন হলিউডের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আর এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির। বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু হয়েছে এই অভিনেত্রীর। ১০ ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন বলে জানান নির্মাতা হিমেল আশরাফ। তবে সেটা ৯ ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সপ্তাহখানেক শুটিং করে দেশে চলে যাবেন কোর্টনি। কোর্টনি কফির হলিউডে আসন্ন সিনেমার নাম ‘ডমিনোস’, যেটি আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়া আরো তিনটি সিনেমা করেছেন এই অভিনেত্রী। সেগুলো হচ্ছে ‘দ্য স্ট্রোম’, ‘কার্রেন্টলি : দ্য ডিবেট’, ‘রেভেনজিং এঞ্জেলস কাল দ্য হের্ড’। কোর্টনি কফির জন্ম, বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। তিনি সেখানকার থিয়েটারের একজন পরিচিত আর্টিস্ট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন পরিচিত নন কোর্টনি।