সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনাশ হোক করোনা

কবিঃ এস. আই. জনি

মায়া মমতার হন্তারক
এ করোনা ভাইরাস ,
ঘটনা হৃদয় বিদারক
মমতা করছে গ্রাস ।

আপন লোকে কাছে যায়না
করোনার নাম শুনে ,
কেউ কারো পাশে দাড়ায় না
মন পুড়ছে আগুনে ।

মানবতার মুখোশ পরে
সমাজের লোকগুলো ,
মায়ার বন্ধন ছিন্ন করে
নিজ চোখে দেয় ধুলো ।

ভাবতে খুব অবাক লাগে
আপন বলবো কাকে ?
হৃদয় আমার কাঁপে রাগে
বিবেকটা কই থাকে ?

বিবেক খড়ায় সর্ব লোকে
চলছে এ দুনিয়ায় ,
লোভের নেশায় মনে ঢোকে
বিপদ দেখে পালায় ।

আজব মনের অধিকারী
বর্তমানের মানুষ ,
সাধুর বেশে লেবাসধারী
উড়ায় মিথ্যা ফানুস ।

ওদের সবে করো ধিক্কার
নির্মম মানুষ যারা ,
কঠোর ভাবে হবে বিচার
হুশিয়ার হও তারা ।

এস.আই.জনি সদা ভাবে
খুলতে হবে হৃদয় ,
সকল বিপদ কেটে যাবে
হবোনা কেউ নির্দয় ।

জয় পেতে এ মানবতার
অন্যায় পথ ধরো না ,
করুণা চাই সৃষ্টি কর্তার
বিনাশ হোক করোনা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১