মিশিগান ডেস্কঃ ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটি কাউন্সিলে তোলা প্রস্তাব পাস হয়েছে।
প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ সদস্য।
আনুষ্ঠানিক অধিবেশনের শেষের দিকে ৯ সদস্যের কাউন্সিল ৭-২ ভোট দিয়েছেন।
গত মঙ্গলবার কাউন্সিল বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন কাউন্সিল সদস্য গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরোর। এরপরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেন কাউন্সিল সদস্য মেরি শেফিল্ড, মেরি ওয়াটার্স, সান্তিয়াগো-রোমেরো, অ্যাঞ্জেলা হুইটফিল্ড ক্যালোওয়ে, লাতিশা জনসন, স্কট বেনসন এবং ফ্রেড ডুরহাল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেন জেমস টেট এবং কোলম্যান ইয়াং জুনিয়র।
প্রস্তাবে বৃহৎ পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়ানো এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে হামাস এবং ইসরায়েলের হাতে জিম্মি বেসামরিক নাগরিকদের অবিলম্বে মুক্তির দাবি এবং সব ধরনের সন্ত্রাসবাদ ও নির্বিচার আক্রমণের নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, মিশিগান স্টেটের ডিয়ারবর্ন, ডিয়ারবর্ন হাইটস এবং হ্যামট্রামিক সিটির পর এখন সর্বশেষ ডেট্রয়েট সিটি গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাস করলো।