গুয়াতেমালা থেকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটের ‘হুইল কূপে’ এক ব্যক্তিকে পাওয়া গেছে। ২৬ বছর বয়সী এই লোকটি কোনো গুরুতর আঘাত ছাড়াই আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ভ্রমণ করেছেন বলে জানিয়েছে মিয়ামি হেরাল্ড।
তাকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল দ্বারা আটক করা হয় ও পরে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি অবতরণের পরপরই তোলা একটি ভিডিওতে দেখা গেছে, তিনি নীল জিন্স, একটি টি-শার্ট, জ্যাকেট এবং বুট পরিহিত বিমানের পাশে মাটিতে বসে আছেন। এ সময় বিমানবন্দরের কর্মীদের তাকে সাহায্য করতে এবং পানি দিতে দেখা যায়। বিষয়টি এখনো স্পষ্ট নয় যে মানুষটি কিভাবে এত দীর্ঘ সময় চরম তাপমাত্রায় এবং ৩৪ হাজার ফুট (১০ হাজার মিটারের বেশি) উচ্চতায় টিকে থাকতে পারলেন।