বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশাল রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। তখনও ক্যারিবীয়দের থেকে ১৮১ রানে পিছিয়ে টাইগাররা। উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ছিলেন শরিফুল ইসলাম। চতুর্থ দিনে সুযোগ ছিল কিছু রান বাড়িয়ে নেওয়ার। তবে সেটি না করে এই রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

বাংলাদেশকে বড় লক্ষ্য দেওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে এরই মধ্যে ১ উইকেট হারিয়ে ২৭ রান করেছে ক্যারিবীয়রা। তাতে লিড দুইশ ছাড়িয়েছে।

এর আগে, গতকাল রবিবার ২ উইকেট হারিয়ে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি শাহাদাত হোসেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি কেমার রোচের বলে আউট হন। তবে টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি করে মুমিনুল। এরই মাঝে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন তিনি। পরে ১১৬ বলে ৩টি চারে ঠিক ৫০ রানে জায়ডেন সিলসের শিকার হন।

লিটন দাস ভালো কিছুর ইঙ্গিত দিলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। আলজারি জোসেফের বলে আউট হওয়ার আগে এই তারকা ৭৬ বলে ৩টি চারে ৪০ করেন। জোসেফের দ্বিতীয় শিকার হওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬৭ বলে ২৩ করেন। এক পর্যায়ে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে সফরকারীরা। তবে জাকের আলীর অন্যবদ্য ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটায় বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ৮৯ বলে ৪টি চারে ৫৩ করেন গত দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হওয়া এই ব্যাটার। তার ব্যাটিংয়েই মূলত ফলোঅন এড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি জাস্টিন গ্রিভসের বলে আউট হন। এছাড়া তাইজুল ইসলামের ব্যাট থেকে ২৫ রান আসে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১