আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-তে বাংলাদেশের সঙ্গী নেপাল। বেশ অভিজ্ঞ একটি দল নিয়ে তারা ধরবেন যুক্তরাষ্ট্রের বিমান। রোহিত পওডেল দেবেন দলটির নেতৃত্ব।আজ নেপাল তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে। দলে রয়েছেন পৃথিবীর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ওভারে ছয় ছক্কা হাঁকানো দিপেন্দ্র সিং এইরি।
তবে দেশটির সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে নেই দলে। ধর্ষণ অপরাধের শাস্তি স্বরূপ জেল খাটছেন তিনি।
নেপালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোহিত পওডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার , কুশল ভুর্টেল, দিপেন্দ্র সিং এইরি, ললিত রাজবংশী, করন কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুন্দিপ জোরা, অবিনাশ বোহরা, সাগর ধাকাল, কামাল সিং এইরি।