বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে ব্যর্থ শ্রীলংকা, অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

টি-টোয়েন্টিতে শ্রীলংকার অধিনায়ক হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নিয়েছিলেন গত জানুয়ারিতে। মাস ছয়েক যেতে না যেতেই সেই দায়িত্ব ছেড়ে দিলেন এই অলরাউন্ডার। মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার ভরাডুবির পর এই দায়িত্বে আর নিজেকে উপযুক্ত ভাবেননি হাসারাঙ্গা।

আজ বৃহস্পতিবার হাসারাঙ্গার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দলের ভালোর জন্যই দায়িত্ব ছেড়েছেন হাসারাঙ্গা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ ছিল শ্রীলংকা দল। গ্রুপপর্বই পেরোতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছেন কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। দল ব্যর্থ হলেও হাসারাঙ্গাকে নিয়ে তেমন সমালোচনা হয়নি। তারপরও হঠাৎ এমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি।

হাসারাঙ্গা অধিনায়কত্ব ছাড়ায় তার জায়গায় কে আসবেন সেটি নিয়ে এখন চলছে কাটা-ছেঁড়া। চারিথ আসালাঙ্কাকে এই দায়িত্বে আনতে পারে লংকান বোর্ড। হাসারাঙ্গার অনুপস্থিতিতে আসালাঙ্কার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। তাছাড়া চলমান এলপিএলে জাফনা কিংসের অধিনায়কও তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলংকার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস সিলভারউড। পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও আর দলের সঙ্গে না থাকার ঘোষণা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে আরেক পরামর্শক ও সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে। চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে ভারত সিরিজে শ্রীলংকা দল তার কোচিংয়েই খেলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০