শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ৫৫ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ফের চোখ রাঙাচ্ছে মারণভাইরাস করোনা। বেড়েই চলছে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে ৩২ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৬৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৩৭৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ২৮৩ জন। আর মৃত্যুবরণ করেছেন ৮ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১