রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব কবি

কবিঃ কল্পনা দাস

সেরার সেরা সবার সেরা
তুমি হলে বিশ্ব কবি
কবি গুরু জ্বালাও আলো
সবার হৃদে হয়ে রবি।

চলে গেছো মোদের ছেড়ে
বহুদূর সেই অচিন দেশে
তবু যেন সবার কাছে
রয়েছো এক ছায়ার বেশে।

তোমার প্রত্যেক লেখনীতে
রয়েছে এক অপরূপ ছাঁচ
একটু হলেও লেখায় আছে
প্রত্যেকেরই জীবনের ধাঁচ।

রোগে-শোকে, সুখে-দুখে
ভালোলাগা, ভালোবাসায়
প্রতি ক্ষেত্রে সান্ত্বনা পাই
তোমার লেখা গান কবিতায়।

তাইতো তোমায় শ্রদ্ধা ভরে
প্রতিক্ষণে করি স্মরণ
তোমার সকল কৃতিত্ব সব
করি মম চিত্তে ধারণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024