সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষাদিত মন

কবিঃ জ্যোৎস্না পাল
জীবনের বালুচরে একা হেঁটে যাই ,
বিষাদের ফুলে মালা গেঁথে দিবারাতি
অমৃত সাগরে ডুবে মুক্তা খুঁজে পাই,
সুখের আশায় চিত্তে জ্বলে ঘৃত বাতি।
আকাশ কুসুম স্বপ্ন হৃদি মাঝে আঁকি ,
ভেসেছি গগন মাঝে শুভ্র ভেলা চড়ে ,
কোথায় আছো গো প্রিয় দিয়ে মোরো ফাঁকি ?
পোড়া মন কালো হলো দেহে বিষ ঝরে।
কাজল নয়ন কোণে মুক্তা ঝরে আজ
চপল চঞ্চল গতি অবিলাসী সুখ
বিহ্বল চিত্তের মাঝে বাসনার তাজ
নিভৃতে হারিয়ে গেছে অভিমানী মুখ ।
বিরহের কবিতায় সুখপাখি কাঁদে
হতাশার সুর বাজে বিষাদের নাদে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১