বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে, ভিডিও যে বার্তা দিলো

বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে কথাগুলো।

ভাইরাল ভিডিওটি ভারতের। কনেরই এক বন্ধু তার অগোচরে ভিডিওটি ধারণ করেছেন।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক, এই দৃশ্যের মধ্যে দিয়ে সেটাই তুলে ধরতে চেয়েছেন তিনি।

রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন ওই তরুণী। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। তাই বিয়ের আসনে বসেই তাই ঝিমোতে দেখা গেল কনেকে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১