মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে। এই ধারণা থেকে মানুষ খুন করা শুরু করেছিলেন ৩৯ বছরের এক যুবক। তার নাম জেমস ডেভিড রাসেল। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইদাহোর শহরে।
সম্প্রতি সত্তরের বছরের এক বৃদ্ধকে খুন করেন জেমস রাসেল। এরপর নিহতের শরীরের কিছু অংশ খেয়েও ফেলেন তিনি। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে, বছর সত্তরের ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। কিন্তু দেখা গেল মরদেহের বেশ কিছু অংশ গায়েব।
পরে পুলিশ মরদেহের কিছু অংশসহ রক্তমাখা একটি মাইক্রোওয়েভ, একটি কাঁচের বোল, একটি রক্তমাখা ছুরি ও ব্যাগ উদ্ধার করে।
পুলিশ জেমস রাসেল পুলিশের কাছে স্বীকার করেন যে, গত ১০ সেপ্টেম্বর তিনি ডেভিড ফ্ল্যাগেটকে হত্যা করেন। এরপর তার শরীরের অংশ বিশেষ কেটে তিনি খেয়ে ফেলেছেন। মস্তিষ্কের রোগ সারাতেই তিনি এই কাজ করেছেন। সূত্র:ডেইলি মেইল