শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনজীরের ডুপ্লেক্স বাড়িতে যা দেখল প্রশাসন

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি জব্দ করেছে প্রশাসন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জব্দ করে।

আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় ২৪ কাঠা জমির ওপর চারটি প্লট নিয়ে নির্মিত বাড়িটি জব্দ করে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবন সিলগালা করা হয়।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম। তিনি বলে, ‘বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক বেনজীর আহমেদের মেয়ের নামের সম্পত্তিটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে রক্ষণাবেক্ষণ করার অনুমতি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা এ সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক সভা করে এই সম্পত্তির ব্যবস্থাপনা ও রক্ষণাপেক্ষণের জন্য কী কর্মপন্থা নির্ধারণ করা যায়, সেটা নির্ধারণ করে পরে আবার আসব।’

বাড়িটিতে ঢুকে কী দেখেতে পেয়েছেন, এ বিষয়ে শফিকুল আলম বলেন, ‘আপাত দৃষ্টিতে আমরা দুই তলা একটি ভবন পেয়েছি। কিছু পাখি ও কুকুর দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী দুজন আছেন, তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত রাখা হলো। এরপরে কমিটির কর্মকর্তা কর্তৃক নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

আজ ভবনটির ভেতরে প্রবেশের কথা ছিল, কেন প্রবেশ করতে পারলেন না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘আপনারা নিজেরা দেখেছেন, ভবনটিতে ডিজিটাল লক সিস্টেম আছে। এটা খোলার জন্য টেকনেশিয়ান এবং ইক্যুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আজকে ঢুকতে পারিনি। আগামী তিন দিনের মধ্যে আমরা আবার আসব।’

বাড়িটি জব্দ করার অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মঈনুল হাসান রউশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার, ভূমি সিমন সরকার প্রমুখ।

জানা যায়, ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকলে মাঝে-মধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বাংলোবাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১