ভারতে স্কুলের পাঠ্যক্রমে গীতা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপির দাবি, গীতাকে যেন জাতীয় পুস্তকের মর্যাদা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, পাঠ্যক্রমে গীতা যুক্ত করা হলে শিক্ষকদের নিষ্ঠা বাড়বে। তারা আরো বেশি দায়িত্ব সহকারে শিক্ষার্থীদের পড়াবেন।
তারা বলছে, গীতা ধর্মনিরপেক্ষ গ্রন্থ। গীতা পাঠ যে কতটা জরুরি তা সবাই জানে।
বিশ্ব গীতা ইনস্টিটিউট এই গ্রন্থ ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। সেজন্য কাজ করছে তারা। সংগঠনটি মনে করে, পশ্চিমা সংস্কৃতির কুফলকে আটকাতে গীতা ভারতের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত।