কবিঃ রাসেল আহমেদ সাগর
ভালবাসা সে তো স্বর্গীয় দান
কলঙ্কিত হয় সেটা মানুষের অবদান ,
স্বার্থ আবেগে তার এতো জয়গান
একের কাছে অন্য মহামূল্যবান।
স্বার্থ আবেগ শেষে তার হয় ছুটি
একজন হাসে অন্যজন খায় লুটোপুটি ,
সতর্ক থাকতে হয় সাথে তীক্ষ্ণ দৃষ্টি
স্বার্থ শেষে শুরু হয় জঞ্জাল সৃষ্টি ।
অবহেলা শর্ত আর অপমান
হৃদয়টা তিলে তিলে করে খানখান,
একজন সাধু সাজে অন্যজন অপরাধী
এরমাঝে বুঝা দায় কে স্বার্থবাদী ।
দুজনের ভালবাসায় ছিলো শুধু সুখ
আজ কেন কষ্টে ফেটে যাচ্ছে বুক,
আবেগ ফুরিয়ে গেলে সব হয় ভুল
ইচ্ছে জাগেনা মনে দেখতে চাঁদ মুখ।
এমন যদি থাকে মনে
ভালবাসার কি আছে দরকার,
নিজের সুখের জন্য
অন্যের জীবন করবে কেন চার কার।
দিনশেষে সূর্য ডুবে রাতের আকাশে
উঠে হাজার হাজার নক্ষত্র ,
স্বার্থের কাছে হেরে
হৃদয়টা আজ ক্ষতবিক্ষত ।
চাইলেও যায়না ভুলা
দু চোখে ভাসবে শুধু সৃতি,
মুখের কথায় হয়না কভু
স্বর্গীয় ভালোবাসার ইতি ।