শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালোবাসতে চাই

কবিঃ দেবাশীষ মৃধা

আমি ভালোবাসতে চাই
এমনি ভাবে তোমাকে
যেমন বাতাস ভালোবাসে জীবনকে।
নীরবে, নিশ্বব্দে।
চাই সম্পুর্ন ভাবে ঘিরে রাখতে তোমাকে,
বাতাসের মতো করে, তোমার অজান্তে।
তোমার অস্তিত্ব বেঁচে থাক
আমার অস্তিত্ব হীনতার মাঝে।
ঠিক বাতাসের মতো করে
আমি ভালো বাসতে চাই সবাইকে।
আমার আনন্দ, সে তো দেওয়ার মাঝে,
তোমার হাসির মাঝে, তোমার আনন্দের মাঝে
পাওয়ার মাঝ নয়।
আমার অনুভব আনন্দে নাচে
এই ভেবে আর এই জেনে যে
তোমার অস্তিত্ব বেচে আছে,
থাকবে, যুগ যুগ ধরে
আমার অস্তিত্বহীনতার মাঝে,
তোমাকে সম্পুর্ণ ভাবে ঘিরে থাকা
আমারই ভালোবাসার বাতাসে
তোমারই অজান্তে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১