কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন
মাতৃভাষা হৃদয়ের ভাষা
দোলা দেয় মনেপ্রাণে ,
মায়ের ভাষায় স্বপ্ন আশা
পূর্ণ হয় সর্ব স্থানে ।
মাতৃভাষার মর্যাদা পেতে
রক্ত ঝরাতে হয়েছে ,
সে ব্যথা এখনো হৃদয়েতে
সদা জাগ্রত রয়েছে ৷
মাতৃভাষা লাখো শহীদের
আত্মাহুতির ফসল ,
সম্ভ্রম হারানো মা-বোনের
তেজ দীপ্ত মনোবল ।
মাতৃভাষার সে ইতিহাস
রক্তের অক্ষরে লেখা ,
মনে হলে বাড়ে দীর্ঘশ্বাস
আনমনে কাঁদি একা ।
একুশে ফেব্রুয়ারি এলেই
মনে পড়ে বহু স্মৃতি ,
শহীদের কবরে গেলেই
বন্ধ হবেনা দুর্নীতি ।
আট ফাল্গুন ছিলো সেদিন
বাংলা সাল অনুযায়ী ,
শহীদের সে রক্তের
ঋণ
দিবানিশি টের পাই ।
ফুল ছড়ানো পথে আসেনি
আমার মায়ের ভাষা ,
বাঙালি জাতি হার মানেনি
কথা একদম হাচা ।
এস.আই.জনি প্রতিক্ষণে
দেশের কল্যাণে ভাবে ,
পিছনের স্মৃতি পড়ে মনে
কিভাবে তা ভোলা যাবে ?
বায়ান্নর ভাষা আন্দোলন
টগবগে ইতিহাস ,
হয়েছে তপ্ত রক্তক্ষরণ
পরেছে রাস্তায় লাশ ।
ভাষার জন্য নিজ জীবন
আত্মাহুতি দিলো যারা,
এস.আই.জনি সর্বক্ষণ
ভেবে ভেবে দিশেহারা ।
বাংলা মায়ের দামাল ছেলে
করেনি কোনো আপস ,
বুকের গরম রক্ত ঢেলে
এনেছে ভাষা দিবস ।