শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিসা সেবা দিতে মা‌র্কিন দূতাবাসের ‘সুপার ফ্রাইডে’

অনলাইন ডেস্কঃ চল‌তি সপ্তাহের শেষ পর্যন্ত ২ শতা‌ধিক অভিবাসী‌কে ভিসা সেবা দি‌তে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। সোমবার (৭ ন‌ভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় জানা‌নো হয়, চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০শর বেশি অভিবাসী ভিসা আবেদনকারীকে সেবা দিতে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছে। করোনা মহামারির পর সব কনস্যুলার পরিষেবা পুনরায় চালু হওয়ায় দূতাবাস সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমানোর জন্য বিশেষ প্রচেষ্টা নি‌য়ে‌ছে।

ক‌রোনা মহামা‌রির পর চল‌তি বছ‌রের জুলাই মা‌সের মাঝামা‌ঝি‌তে অনভিবাসীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া ত্বরা‌ন্বিত কর‌তে শুক্রবার দূতাবাসে ‘সুপার ফ্রাইডে’ নামে বিশেষ এক কর্মদিবসের আয়োজন করা হয়। সে সময় অনভিবাসীর প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। ওই মা‌সের শে‌ষের দি‌কে আরেক‌টি সুপার ফ্রাইডে আয়োজন ক‌রে দূতাবাস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭