শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেবে কাটে দিন

কবিঃ কনক লতা মন্ডল

তোমার লাগি কাঁদে আঁখি
নিশি কাটে ভেবে,
অনল জ্বলে বহ্নি শিখায়
জীবন প্রদীপ নেভে।

এসো প্রিয়া ফিরে তুমি
ব্যথা গিয়ে ভুলে,
মান অভিমান ছেড়ে তবে
বলো কথা খুলে।

তুমি যদি ভালোবাসো
কেনো দূরে থাকো,
স্মৃতির পাতায় কত কথায়
লুকিয়ে কেন রাখো।

অনেক কথার জমা নদী
আমার আছে বুকে,
ভালোবাসায় ভরিয়ে দেবো
রাখবো তোমায় সুখে।

পিছন থেকে ধরবে আঁখি
খেলার সাথী করে,
লতার মতো জড়িয়ে ভবে
রাখবো জীবন ভরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১