সোহেল রানাঃ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ভোলাগঞ্জে চালু হয়েছে বিজনেস ক্লাস বাস সার্ভিস। বৃহস্পতিবার ০৩ মার্চ রাত ০৯টায় ভোলাগঞ্জ-ঢাকা রুটে বাস সার্ভিস কার্যক্রম উদ্বোধন হয়। ২৮ সিটের লন্ডন এক্সপ্রেসে রয়েছে স্লিপার ব্যবস্থা। রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা ও মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা।
ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট থেকে প্রতিদিন সকাল ৯টা ও রাত ৯টায় দুইটি বাস ঢাকা-চট্রগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি-কক্সবাজার রুটে চলাচল করবে।
ঢাকা- চট্টগ্রাম থেকে সিলেটের ভোলাগঞ্জে ঘুরতে আসা ও সিলেট সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসা পর্যটকরা এখন সহজেই ও নিরাপদে ভ্রমণে লন্ডন এক্সপ্রেস এখন নতুন মাত্রা যোগ করবে। লন্ডন এক্সপ্রেস বাসের এজেন্ট মেসার্স বস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ইমরান আহমদ জানান, এলাকার উচ্চাভিলাষী যাত্রী ও সাদা পাথরে ঘুরতে আসা পর্যটকদের কথা চিন্তা করে সার্ভিস চালু করেছি। আর লন্ডন এক্সপ্রেস বাসের যাত্রীরা ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে রাত্রি যাপনে পাবেন ২৫% ডিসকাউন্ট সুবিধা।