![](https://michiganpratidin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মিশিগান প্রতিদিন ডেস্কঃ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি থেকে স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক পৌনে ১২টায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খবর সিএনএনের।
৮২ বছর বয়সি পল পেলোসির বিরুদ্ধে দুটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে। পরে পাঁচ হাজার ডলার মুচলেকায় তাঁকে স্থানীয় সময় রোববার সকালে জামিন দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা প্রতি ডেসি লিটারে ০.০৮ গ্রামের বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না।
১৯৬৩ সাল থেকে পল ও ন্যান্সি বৈবাহিক জীবনে আবদ্ধ। পল পেলোসি যখন পুলিশের হাতে গ্রেপ্তার হন, তখন তাঁর স্ত্রী ন্যান্সি পেলোসি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানের বক্তৃতা দিচ্ছিলেন। তাঁর মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি কোনো মন্তব্য করবেন না।