সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মধুর আলিঙ্গন

কবিঃ নীহার রঞ্জন দেবনাথ 

বহু বছর গোপনে ভালোবাসা ছিল ,
আজ আর সে ভালোবাসা লুকায়িত নয় ।।
পৃথিবীর নানা প্রান্তে বাতাসে মিশে গেছে ,
আড়াল করার ইচ্ছা থাকলেও আড়ালে নেই ।।

সকালের সূর্য গগনে দেখি চোখে চোখ রেখে ,
ভালোবাসার মানুষটি চোখে ভাসে ক্ষণে ক্ষণে ।
পাখীর সুমধুর গানের সাথে মধুর সুরে গাহি গান ।।
নীরবে প্রেমিকা নিয়ে নির্ঝনে ছুটি নানা প্রান্তে ।।

দুজনে দুজনার হাতটি ধরে ঘাসের উপর দাঁড়িয়ে ।।
বসে থাকি বেলা অবেলায় কত সন্ধ্যা তারায় ।।
মনের গোপন কথা বলতে বলতে আঁখি চেয়ে ।।
বহু বছর ধরে চলতে আছে এ খেলা পথ বেয়ে।

আজ আর গোপন নেই সে ভালোবাসা –
তাহলে আর লুকিয়ে থাকবে কি করে !
মনের দারুণ দহন জ্বালা জ্বলবে জানি ,
লোকে কে কি বলবে বলুক ক্ষতি কি ?

ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসার ছায়া ।।
রাত যত ঘনিয়ে আসে বেড়ে যায় গোপন মায়া।।
চোখে চোখ রেখে শুয়ে পড়বো বিছানায় নিভৃতে ।।
খেলবো দুজনে মধুর আলিঙ্গনে দারুণ পিপাসায় ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১