কবিঃ মকবুল হোসেন জাবেদ
মন! কখনও কি দেখেছেন?
তার গভীরতা মেপেছেন!
অদৃশ্য এক দুটি শব্দের বিস্তর সমাহার ,
হাজার ও বর্ণনার উদাহরণ সমাচার।
মন! কখনও কি স্পর্শ করেছেন? হাত করে শক্ত,
অদেখা এই মনের হাজার কোটি ভক্ত।
সব শিক্ষার মূল উপকরন এই মন দিয়ে,
যা আদেশ ,উপদেশ, নির্দেশ শুধু মন নিয়ে।
নিউরলজী ডাক্তার বলে মন হল ব্রেইনের পার্ট,
কার্ডিওলজী ডাক্তার বলে মন হল মানব দেহের হার্ট।
অর্থনীতিবিদ বলে মন মানেই টাকার আনাগুনা,
কবি বলে মন মানে নিজের কিছু নয় ভালবাসা দেয়ানেয়া।
আবহাওয়াবিদ বলে মন হল প্রকৃতির নদীর মত,
কখনও ভাঙ্গে কখনও গড়ে নিজের ইচ্ছা যত।
ভূতত্ববিদের ভাষায় মন হল চরের ন্যায় দ্বীপ,
জমাতে জমাতে অগ্নেওগিরি হয়ে জ্বালায় প্রদ্বীপ।
পরিবেশবিদ বলে মন হল ঝড়ের মত দুর্যোগ প্রবন,
কখন সাইক্লোন,তুফান,বৃষ্টি,বিজলি চমকানো শব্দ শ্রবন।
প্রেমিক বলে মন হল আসক্তিতে ভোগা অদৃশ্য এক নেশা,
শত জনমে হাজার ও প্রবনে হৃদয় নোংড়ানো ভালবাসা।
শিল্পী বলে মন হল রংতুলিতে আঁকা বিশাল এক ক্যানভাস,
গানের তালে গিটারের মোহে
সুরের মূর্চনার অপরুপ বিন্যাস।
শিক্ষক বলে মন দিয়ে পড় হুজুর বলেও তাই,
গুরুজন বলে মন দিয়ে জীবনটা গড় ভাই।
মন কি এক অস্থির ব্যাখ্যার সাগরের মত বিশাল কিছু,
অদৃশ্য অনুমান নিয়ে আমরা আছি মনের পিছু পিছু।