বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মরণের ঘ্রাণ

কবিঃ হ ম আজাদ

অগুনতি মানুষের জানাজা পড়েছি
দিয়েছি তাদের দাফন।
জানিনা আমার কোথায় হবে মরণ
কোথা তৈরি হলো কাফন।।

এতো মৃত্যু দেখে শিক্ষা হয়নি আমার
করিনাই দ্বীনের কাজ।
জীবন সায়ান্হে এসে দেখি চারিদিকে
শুধু কালো মেঘের সাজ।।

ধরণীর বুকে অবহেলায় ঘুরেছি
বিলাসী ছিলো ভরপুর।
সরণে রাখিনি নিয়তির কাছে হেরে
চলে যাবো যে বহুদূর।।

যেই দিন আসবে মরনের সময়
সাথে থাকবে পরোয়ানা।
সেইদিন সাথে যাবেনা আপনজন
চলবেনা কোন বাহানা।।

অবশেষে সকল বিলাসিতা হারিয়ে
আফসোসে কাঁদছে প্রাণ।
প্রতিক্ষণে আমি দশ দিগন্ত ছাপিয়ে
পাচ্ছি যে মরণের ঘ্রাণ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০