মাঠে নামার আগে মাস্ক নিয়ে বিপাকে এমবাপে

ইউরো কাপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে ইউরো শুরু করেছে। তবে গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচে নাকে চোট পান কিলিয়ান এমবাপে। চোটের কারণে তাকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। অবশ্য ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে।

 

নেদারল্যান্ডস ম্যাচকে সামনে রেখে বিশেষ ডিজাইনের মাস্ক পরে অনুশীলনে নেমেছিলেন এমবাপে। অনুশীলনে দেখা যায় ফ্রান্সের পতাকার আদলে তিনটি রঙ ব্যবহার করে তৈরি করা হয়েছে এমবাপের বিশেষ মাস্ক। তবে দেশের পতাকার নকশাকৃত সেই মাস্ক পরে নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা। কেননা উয়েফার নিয়ম-নীতির ৪২ অনুচ্ছেদ অনুযায়ী, ‘খেলার মাঠে পরা চিকিৎসা সরঞ্জাম অবশ্যই একক রঙের হতে হবে। দল বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কোনো চিহ্ন বা লোগো ব্যবধার করার অনুমতি দেয়া যাবে না।’

 

এমবাপ্পের সেই মাস্ক উয়েফার দুটি শর্তই ভঙ্গ করে। এমনিতেই তার মাস্ক তিন রঙের। এর সাথে আছে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগো। মাস্কে নিজ নামের আদ্যক্ষরও লেখা আছে। তাই এমবাপে ইউরোয় আবার মাঠে চাইলে দ্রুত মাস্ক পরিবর্তন করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

মাঠে নামার আগে মাস্ক নিয়ে বিপাকে এমবাপে

আপডেট ১০:০৭:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুন ২০২৪

ইউরো কাপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে ইউরো শুরু করেছে। তবে গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচে নাকে চোট পান কিলিয়ান এমবাপে। চোটের কারণে তাকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। অবশ্য ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে।

 

নেদারল্যান্ডস ম্যাচকে সামনে রেখে বিশেষ ডিজাইনের মাস্ক পরে অনুশীলনে নেমেছিলেন এমবাপে। অনুশীলনে দেখা যায় ফ্রান্সের পতাকার আদলে তিনটি রঙ ব্যবহার করে তৈরি করা হয়েছে এমবাপের বিশেষ মাস্ক। তবে দেশের পতাকার নকশাকৃত সেই মাস্ক পরে নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা। কেননা উয়েফার নিয়ম-নীতির ৪২ অনুচ্ছেদ অনুযায়ী, ‘খেলার মাঠে পরা চিকিৎসা সরঞ্জাম অবশ্যই একক রঙের হতে হবে। দল বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কোনো চিহ্ন বা লোগো ব্যবধার করার অনুমতি দেয়া যাবে না।’

 

এমবাপ্পের সেই মাস্ক উয়েফার দুটি শর্তই ভঙ্গ করে। এমনিতেই তার মাস্ক তিন রঙের। এর সাথে আছে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগো। মাস্কে নিজ নামের আদ্যক্ষরও লেখা আছে। তাই এমবাপে ইউরোয় আবার মাঠে চাইলে দ্রুত মাস্ক পরিবর্তন করতে হবে।