মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাত্র ২০ হাজার টাকার অভাবে অপরেশন হচ্ছে না ২৪ দিন বয়সী সিয়ামের

আল মামুন। দিন মজুরের কাজ করে সংসার চালান। বাড়ি যশোরের বাঘারপাড়া থানার পশ্চিমা গ্রামে। মামুনের বয়স যখন আড়াই বছর। তখন তার গর্ভধারিণী মা তাকে রেখে পালিয়ে বিয়ে করেন। কিছু দিন পর বাবাও আরেকজনকে বিয়ে করেন। সৎ মায়ের সংসারে অনাদরে বেড়ে উঠছিল। পোস্রাব পায়খানা করলে পরিষ্কার করারও মানুষ ছিল না।

মামুন যখন স্কুলে যাওয়া শুরু করে তখন তার বাবা এবং সৎ মা তাকে গ্রামে রেখে ঢাকায় পাড়ি জামান। আবার অনিশ্চয়তার জীবনে পড়ে যান মামুন। বন্ধ হয়ে যায় পড়ালেখা। আরেকটু বড় হলে দিনমজুরের কাজ করেই চলছিল।

আজ থেকে ২৪ দিন আগে সেই মামুন ও তার স্ত্রীর কোল আলকিত করে জন্ম নেয় একটি ছেলে সন্তান। নাম রাখেন সিয়াম। জন্মের কয়েকদিনের মাথায় ছেলে ঠিক মতো পায়খানা করে না। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে ডাক্তার ঢাকায় রেফার করলে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শ্যামলীতে ভর্তি করান। নাড়ি ছেড়া ধনের চিকিৎসায় সামর্থ্যের সবটুকু অর্থ জোগাড় করেন।

শিশু হাসপাতালের পিআইসিইউতে ভর্তি থাকায় প্রায় সব টাকা শেষ হয়ে যায়। এরই মধ্যে আজ রোববার সকালে ডাক্তার জানান জরুরি অপরেশন প্রয়োজন। কিন্তু মাত্র ২০ হাজার টাকার জন্য এখনো অপরেশন আটকে আছে।
এমতাবস্থায় বৃত্তবানদের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন।  সাহায্য পাঠানোর নম্বর

আল মামুন – ০১৭৬৩০১৪৯১০ (বিকাশ পারসোনাল)

 

সূত্র: মানবজমিন

শেয়ার করুনঃ