শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানব জীবন

কবিঃ শিকদার রাইসুল ইসলাম কবির

শৈশব কৈশোর যৌবন শেষে
আসে বৃদ্ধ কাল।
ঝড়ো হাওয়ায় কাঁপে থরথর্
জীবন তরীর পাল।

পূর্ণতা পায় কারো জীবন,
কারো ক্ষণিক আয়ুকাল।
পাপ কর্মে ডুবে রয় কেউ,
কারো কর্ম নির্ভেজাল।

জীবনের রঙ ধূসর গোধূলি
পড়ন্ত বিকেল বেলা।
ঊষার আলো ম্লান হয়ে যায়
ভাঙে জীবন রঙ্গমেলা

দোলনা থেকে শুরু জীবন
কবর অবধি শেষ।
তবু মানব মনে বাসা বাঁধে

হিংসা বিদ্বেষ।

মানব জীবন ক্ষুদ্র অতি
সুকর্মে হয় বড়।
সত্য নিষ্ঠা ন্যায়ের পথে
মানব জীবন গড়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024