কবিঃ সোনিয়া কাদির
বিদ্ধ হয়েই চলছি কাঁটার লাবণ্যে – মা – আমায় কোলে ঠাই দাও
স্নেহের বোন বলিষ্ঠ প্রেমিক ভ্রাতা ও পিতা সকলে মৃত্যু বনমালী
যে যুবক এক যুবতী প্রেমে ছেড়েছিল ধর্ম গীর্জার পার্দ্রী মসজিদের ঈমাম মাইকেল নামের পরিভ্রাজক সকলেই তীরবিদ্ধ বালিহাঁস
সকলের একটাই নাম লাশ লাশ – লাশ -লাশ ।
All Rights Reserved ©2024