শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষ চেনা কঠিন কাজ

কবিঃ শাহী সবুর

যে ফুলেতে নাইরে মধু
সেই ফুলে কি ভোমর বসে?
ভোমর বসে রঙিন ফুলে
মন ভরে তার মধুর রসে।
অর্থের অভাব দেখা দিলে
আপনজনা দূরে রাখে,
পকেট ভরা থাকলে টাকা
দূরের মানুষ কাছে থাকে।
স্বার্থ বিনা পৃথিবীতে
কেউ আসে না ধারে কাছে,
সকল কিছুর অন্তরালে
একটুখানি স্বার্থ আছে।
মুখোশধারী মানুষগুলো
স্বার্থ নিতে থাকে পাশে,
দুঃখে পতিত হলে তখন
দূরে দাঁড়ায় তারাই হাসে।
টাকা দিয়ে সব পেলেও
মনের মানুষ যায় না কেনা,
পৃথিবীতে কঠিন হল
সত্যিকারের মানুষ চেনা।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১