শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের কোল

কবিঃ রাশেদ সরদার

মায়ের কোলে শিশুর হাসি
মুক্তা ঝরে পরে,
ছোট্ট শিশু মায়ের কোলে
কত খেলা করে।

মধুর হাসি মিষ্টি কান্না
করে মায়ের কোলে,
ছোট্ট শিশু মাকে ডাকে
আধো আধো বোলে।

সুখের রাজ্যের নাই তুলনা
মায়ের কোলের কাছে,
সকল শান্তি যেন আমার
মায়ের কোলে আছে।

দুঃখ পেলে মায়ের কোলে
আসতাম যখন ছুটে,
মায়ের মুখের হাসি দেখলে
দুঃখ যেত কেটে।

মা জননী মাথায় উপর
হাতটি যখন রাখতো,
মনের মাঝে দুঃখ গুলো
নিমিষে শেষ হইতো।

মায়ের কোল হয় ভবের মাঝে
স্বর্গের থেকে দামী,
এমন শান্তি সুখের স্থান
কোথাও পাইনি আমি।

বিনয় করে বলি মাগো
রেখো কোলে আমায়,
কেমন করে থাকবো মাগো
আমি ছেড়ে তোমায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১