কবিঃ মাহবুব-এ-খোদা
বাংলা আমার মায়ের ভাষা
আল্লাহপাকের দান,
ভাষার প্রতি সব মানুষের,
অনন্য এক টান।
জিন্নাহর মনে রাষ্ট্রভাষা
উর্দু করার আশ,
দামাল ছেলের প্রতিবাদে
ধ্বংস অভিলাষ।
মায়ের ভাষার মান বাঁচাতে
বাঙালি দেয় প্রাণ,
রক্তভেজা বাংলার মাটি
আজও ছড়ায় ঘ্রাণ।
বাংলা পেলাম রাষ্ট্রভাষা
শহিদ ভাইয়ের দেনা,
কেমন করে শুধিবো ঋণ
রক্ত দিয়ে কেনা?