সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের মতো

কবিঃ শাহীন আহমদ

মায়ের মতো এ ধরনীর বুকে
হয় না কেহ আপন,
মা হচ্ছেন পৃথিবীর সেরা
সন্তানের প্রিয়জন।

মায়ের গর্ভে থেকে মোরা
জন্ম নিয়ে এই ভবে,
বড় হয়ে সেই মা জনীনকে
ভুলে যাই রে সবে।

নিজে না খেয়ে খাবার দেন
সন্তানের মুখে তুলে,
কেমন করে সন্তানরা যায়
মা জননীকে ভুলে।

মায়ের সেবা করেন সবাই
মন দিয়ে দিন-রাত,
মা জননীর পায়ের নিচে
সন্তানের জান্নাত।

এ ধরার বুকে মায়ের ঋণ
কখনো হবেনা শোধ,
মা জননীকে সম্মান দিতে
করবে না দ্বিধা বোধ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১