কবিঃ এস.আই. জনি
কিসের বড়াই করো তুমি
মাটির মানুষ হয়ে ?
মিছে অহংকারের ভূমি
যাবে একদিন ক্ষয়ে ।
শতসহস্র প্রতাপশালী
এইনা রঙিন ভবে
দেখিয়েছিলো শক্তির ফালি
বাহাদুর সেজে সবে ।
সেই বাহাদুর কই গেলো
ভেবে দেখো নিজ মনে ,
এ বাহাদুরি কোথায় পেলো
মিছে গর্ব কি কারণে ?
কয় টাকার মালিক তুমি
কেনো মিছে বাহাদুরি ?
অন্ধকার কবরের ভূমি
চলবেনা সিনা জুড়ি ।
পরোপকার পরম ধর্ম
মানব কল্যাণ করো ,
সেটাই ধর্মের মূল মর্ম
আদর্শ জীবন গড়ো ।
এ ক্ষমতার সদ্ব্যবহার
যেজন করতে জানে ,
প্রশংসা সে পায় সবার
তাতে মনে শান্তি আনে ।
একটি কথায় যদি কারো
উপকার হয় ভবে ,
কেনো তুমি সে সুযোগ ছাড়ো
ভেবে দেখো তা নীরবে ।
আজ তোমার ক্ষমতা আছে
সেটাকে কাজে লাগাও ,
অন্যের সুখে হৃদয় নাচে
সু-কাজে আগবাড়াও ।
ক্ষণিকের এই দুনিয়ায়
বড়াই করা সাজেনা ,
শয়তানের সুক্ষ্ণ ধোকায়
ঈমান ঠিক থাকেনা ।
মানব হৃদয় জয় করে
চলতে শেখো ধরায় ,
মিলেমিশে চলো পরস্পরে
বংশ পরম্পরায় ।
দালানকোঠা স্বর্ণের বাড়ি
সঙ্গে কিছুই যাবে না ,
কোনো প্রকার অহংকারী
কখনো মাফ পাবেনা ।
সম্পদ দিয়ে মন বোঝেন
দয়াময় সৃষ্টিকর্তা ,
জ্ঞানী ব্যক্তি স্রস্টাকে খোঁজেন
এটা তার বুদ্ধিমত্তা।
নিজেকে নিজে বড় ভাবেন
একমাত্র বোকা লোকে ,
কবরে এর ফল পাবেন
পরবে সে মহা শোকে ।
গায়ের জোরে কাউকে তুমি
অ বিচার করিওনা ,
ইহকালে ক্ষণিকের ভূমি
মন্দ পথে চলিওনা।
এস.আই. জনি ভেবে বলে
শোনো প্রিয় বন্ধু ভাই ,
যেখানে থাকো জলে বা স্থলে
করোনা মিছে বড়াই ?