শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিলে মিশে করি কাজ, হারিজিতি নাহি লাজ

           লেখক: কামাল এম মোস্তফা (যুক্তরাষ্ট্র) 

কমিউনিটি ও জনগণের স্বার্থে আমরা অনেকেই কাজ করার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি । কেউ কেউ পকেটের টাকা খরচ করে ও কাজ করেন । এমন মানুষ ও আছে যারা প্রকৃত পক্ষে কাজ করতে গিয়ে ফতুর হয়ে গেছে । আবার এমন ও আছে কমিউনিটির নাম ভাঙ্গিয়ে অর্থ আদায় করে নিজের পকেট ভারী করছে । এসব বিষয় নিয়ে বিভিন্ন সভা সমিতিতে মুখরোচক আলোচনা হয় । একে অপরের সাথে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং নেতৃত্বের দুর্বলতা নিয়ে কথা বলে থাকেন । এসব কথাবার্তা শুনতে খারাপ লাগলেও অমূলক নয় । অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে বাস্তব উদাহরণ টানেন ।

অনেকেই একমমত পোষণ করেন নীতিহীন নেতাদের দ্বারা কমিউনিটি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে । বিচক্ষণতার সাথে খুঁজে বের করতে হবে আমাদের নেতৃত্বের দুর্বলতা । নেতৃত্বের ব্যর্থতার কারণে কমিউনিটির আশানুরূপ অগ্রগতি হচ্ছে না । মূলত আমরা জানিনা এই দেশে কমিউনিটির উন্নয়নের জন্য কেমন পদক্ষেপ নেয়া প্রয়োজন ? কমিউনিটি তথা জনগণের প্রয়োজনীয়তার মুল ক্ষেত্র গুলো খুঁজে বের করতে হবে । সেই লক্ষ্য অর্জনের জন্য আন্তরিকতা ও নিয়মানুবর্তিতার সাথে ধারাবাহিক ভাবে কাজ করতে হবে ।

বহু জাতি গোষ্ঠী , ধর্মীয় গ্রুপ , শতাধিক ভাষা ভিত্তিক আমেরিকা হচ্ছে একটি গনতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র । এই রাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ নাগরিক অধিকার ও সুবিধা নিশ্চিত করেছে । জীবন যাপনের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিনিয়ত কাজ করছে । যেমন অন্ন , বস্ত্র , বাসস্থান , শিক্ষা , চিকিৎসার সর্বোচ্চ প্রাপ্তি সুনিশ্চিত ।

কিছু নিয়ম কানুন মেনে আবেদন করলে , সহজেই সব কিছু পাওয়া যায় । ক্ষেত্র বিশেষে প্রাপ্তি প্রয়োজনের তুলনায় বেশি। কাজেই স্বেচ্ছাসেবি সংগঠন গুলো কে এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই । কমিউনিটি কে রাজনৈতিক ক্ষমতায়নের পদ্ধতি , শিক্ষার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত , উচ্চ শিক্ষায় পরামর্শ ও সাহায্য প্রদান , কমিউনিটিতে ড্রপ আউট শিক্ষার্থীদের টেকনিক্যাল শিক্ষায় উদ্বুদ্ধকরণ , কমিউনিটি ভিত্তিক শিক্ষা বৃত্তি চালু , নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন , রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহের জন্য নানা ধরনের সহায়তা প্রদান । খেলাধুলা সহ সিজনাল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন , মাদকাসক্তি থেকে যুব সম্প্রদায়কে রক্ষায় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি ।

দলভিত্তিক কাজ করতে যেয়ে আমরা অনেকেই নানা প্রতিকূলতার সম্মুখীন হই । অথচ দলবদ্ধ ও সমন্বিত উদ্যোগ ছাড়া বৃহত্তর সাফল্য অর্জন সম্ভব নয় । কমিউনিটির বৃহত্তর স্বার্থে পরষ্পরের প্রতি সন্দেহ অবিশ্বাস দূর করে এগোতে হবে।হিংসা বিদ্বেষ আর ঘৃনা ছড়ায় ,এমন কাজ থেকে বিরত থাকতে হবে । পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি , পিছনে থেকে সমালোচনা বন্ধ করতে হবে । আঞ্চলিকতা , রাজনৈতিক , সামাজিক ও ধর্মীয় বিভাজন থেকে দূরে থাকতে হবে ।

আমরা এখন আর বাংলাদেশে নেই । কাজেই বাংলাদেশের খারাপ বৈশিষ্ট্য গুলো আমাদের মন মগজ থেকে ঝেড়ে ফেলতে হবে । অবশ্যই সদা মনে রাখতে হবে আমরা একটি নতুন দেশের নতুন অভিবাসী । এখানে জীবনের প্রতিটি অধ্যায় নতুন । বহুমাত্রিক এই সমাজ বর্তমান সময়ে পৃথিবীর মহা ক্ষমতাধর রাষ্ট্র । আর আপনারা হচ্ছেন এই ক্ষমতাধর রাষ্ট্রের সৌভাগ্যবান নাগরিক ।

অহঙ্কার না করে মিলে মিশে একাকার হয়ে কাজ করার এখন ই সময় । মানব সমাজে মতান্তর ও মতানৈক্য থাকবেই । তার পর ও মনে রাখতে হবে সকলের তরে সকলে আমরা । একক সাফল্যের চেয়ে দলগত সাফল্যের মর্যাদা অনেক বড় । নিজেকে নির্লজ্জ প্রচারের চেয়ে কমিউনিটির উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখুন । তখন কমিউনিটি ই আপনাকে স্যলুট করবে সম্মান জানাবে । মরনের পর ও জনসাধারণের মাঝে বেঁচে থাকবেন । প্রচারণার জন্য ডাকঢোল কষ্ট করে আপনাকে বাজাতে হবে না । জনগণ ই স্বেচ্ছায় আপনার ঢোল বাজাবে । অন্তরে সাদরে লালন করবে আপনার ছবি ।

আমেরিকায় নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো আমাদের নৈতিক দায়িত্ব । আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বহু মেধাবী সন্তান ইতিমধ্যে আমেরিকার মূলধারায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে । সেটি আমাদের জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য । এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে সমষ্টিগত সাফল্য বেশি দূরে নয় । আসুন সকল মতভেদ ভুলে মিলে মিশে এক ইস্যুতে নিজেদের ঐক্য গড়ে তুলি।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭