মিশিগানের দীর্ঘদিনের বাসিন্দা প্রবীন প্রবাসী আনা মিয়া সাহেব আজ শুক্রবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় রিসিভিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর নুর মসজিদে অনুষ্ঠিত হবে। মিশিগানে বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীন প্রবাসী মরহুম আনা মিয়ার দেশের বাড়ী সিলেট জেলার ওসমানী নগর উপজেলার ইসবপুর গ্রামে।
উল্লেখ্য যে মরহুম আনা মিয়া কমিউনিটির প্রবীন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মরহুম টুনুর রহমান টুনু মিয়ার ছোট ভাই, সত্তর দশকের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার দরখাস্ত করা হয়েছে।