মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানের লেফটেন্যান্ট গভর্নরকে “ভয়ংকর মুখোশধারী মানুষ” বলে আখ্যা দিয়েছেন কে?

মিশিগান প্রতিদিন ডেস্কঃ করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মুখে মাস্ক বা মুখোশ ব্যবহারের কোনো বিকল্প নেই। মিশিগান রিপাবলিকান পার্টির কো-চেয়ারওম্যান মেশাউন ম্যাডক সোশ্যাল মিডিয়ায় মিশিগান রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্টকে “ভয়ংকর মুখোশধারী মানুষ” বলে আখ্যা দিয়েছেন।

গিলক্রিস্ট হলেন মিশিগান রাজ্যের প্রথম কালো লেফটেন্যান্ট গভর্নর। পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এসেছিল যারজন্য মাক্স পড়ে টুইটারে ভিডিও পোস্ট করেন। ভিডিও দেখে গিলক্রিস্টকে ভয়ংকর মুখোশধারী মানুষ বলেন ম্যাডক।

ম্যাডক গিলক্রিস্টের বার্তাটি পুনঃটুইট করে তিনি বলেন, ” বাচ্চারা এই ভিডিওটি দেখলে কান্না করবে, ভীতিকর মুখোশধারী এই মানুষের (গিলক্রিস্ট) ঘরে থাকা উচিত।” রবিবার পর্যন্ত গিলক্রিস্ট সম্পর্কে ম্যাডকের টুইট ৩৫০ টি উত্তর পেয়েছে। কেউ কেউ বলেছিলেন যে তার কথাগুলি বর্ণবাদী ছিল। এদিকে মিশিগান ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র রডেরিকা অ্যাপলওয়াইট বলেন, “আমরা ঠিক কিসের বিরুদ্ধে আছি ম্যাডক তা দেখাচ্ছে। কেউ কি আমাকে বলতে পারবেন এখানে কী ভয়ঙ্কর?”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১