কামরুজ্জামান হেলালঃ এক ঝাঁক উৎফুল্ল নারী পুরুষ ক্রেতার উপস্থিতি, চোখ ধাঁধানো জাদু প্রদর্শন,লটারি ও নৈশ্যভোজের মধ্য দিয়ে মিশিগান ষ্টেটের জননন্দিত তরুণ উদীয়মান রিয়েলেটর ওয়াসিমুর রহমানের একক এপ্রিসিয়েশন ইভেন্ট ২০২১ অনুষ্ঠিত হলো।
গত রবিবার রাতে মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামেক সিটির কাবাব হাউজ রেস্টুরেন্টে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাকের উদ্দিন সাদেক।এ সময় মঞ্চে ছিলেন তরুণ প্রজন্মের উদীয়মান তরুণ রিয়েলেটর ওয়াসিম-উর রহমান।
রিয়েলেটর ওয়াসিমের সংশ্লিষ্ট বিজনেসের উন্নতি,ক্রেতাদের সাথে সুসম্পর্ক ও নতুন বছরের বিজনেসের আরো সফলতার গতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাকের উদ্দিন সাদেকের প্রাণবন্ত আলোকপাত সকলকে আনন্দে উচ্ছেসিত করে তোলে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেমট্রামেক সিটির মেয়র আমির গালিব, সিটি কাউন্সিলর কামরুল হাসান, সাবেক সিটি কাউন্সিলর আবু মুসা, বিভিন্ন ব্যাবসায়ী, কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ এবং বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। পরিশেষে আগত অতিথি নিয়ে লটারীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।