শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশিগানে বিমান বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চার জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বিমানের পাইলট এবং বাকি তিনজন যাত্রী ছিলেন। চার্লেভয়েক্স কাউন্টি শেরিফের অফিসের লেফটেন্যান্ট উইলিয়াম চার্চ, নিহতদের মধ্যে বিভার দ্বীপের কেট  লিজ,অ্যাডাম কেন্ডাল এবং গেলর্ডের মাইক পার্ডিউ হিসেবে শনাক্ত করেছেন। তবে নিহত পাইলটের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সেই সাথে দুর্ঘটনায় দুটি কুকুরেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শার্লেভিক্স কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট উইলিয়াম চার্চ জানিয়েছেন, চারজন নিহত হলেও একটি মেয়ে বেঁচে আছে। তিনি বলেন, “বিমানটি শার্লেভিক্স শহরের ৪০ মাইল উত্তরপশ্চিমে মিশিগান লেকের উত্তর পাশে বিভোর দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিন্সট্রেশন (এফএএ) জানায়, ব্রিটন-নরম্যান বিএন২পি বিমানটি অবতরণের সময় দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। মার্কিন কোস্ট গার্ডের একটি বিমান সে সময় ওই দ্বীপে প্রশিক্ষণ নিচ্ছিলো। এরপর ওই দূর্ঘটনায় বেঁচে থাকা ওই শিশু ও তার বাবাকে পেটস্কির ম্যাকলারেন নর্দান মিশিগান হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর ওই শিশুর বাবাকে মৃত ঘোষণা করা হয়। ৫ জনের মধ্যে শুধু বেঁচে যায় ১১ বছর বয়সী ওই মেয়ে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১