মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে পিকনিক করেছে ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীরা। রোববার (১১ জুন) ওয়ারেন সিটির হলমিছ পার্কে ভাদেশ্বর সোসাইটি অব মিশিগান এই পিকনিকের আয়োজন করে। স্বাগত বক্তব্যের মাধ্যমে পিকনিকের উদ্বোধন ঘোষণা করেন সোসাইটির সভাপতি তাহের আহমদ চৌধুরী।
দিনভর এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অন্য জেলার প্রবাসীরাও। উপস্হিত ছিলেন, খাজা সাহাব আহমেদ, আকিকুল হক শামীম, আব্দুস শাকুর খান মাখন, ফারুক আহমদ চান, মোহাম্মদ সোলেয়মান, মোঃ জুবেরুল ইসলাম চৌঃ খোকন, ফয়সল আহমদ, শাহাদাত হোসেন মিন্টু, সেলিম আহমদ, সৈয়দ রায়হান, সাহেল হুদা প্রমুখ।
আরো উপস্হিত ছিলেন সাংবাদিক ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, জুয়েল খান, শফিক রহমান এবং ফয়সল আহমদ মুন্না।
চলে ছোট ছোট শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও নারীদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা আনন্দে উৎসবে মেতে উঠেন।
সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ হোসেইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা, মো: জিলাল উদ্দিন, মামুন উদ্দিন সামছু,
হ্যামট্রামিক সিটির কাউন্সিলর পদপ্রার্থী মুহতাসিন সাদমান, ওয়ারেন সিটির কাউন্সিলর পদপ্রার্থী সাব্বির খান, টুনু ইসলাম, কবির আহমদ, প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোসাইটির নেতারা।