জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী সিলেট মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আলম খাঁন মুক্তিকে সংবর্ধনা দিয়েছেন মিশিগান স্টেট যুবলীগ।
রবিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির কারী এক্সপ্রেস রেস্টুরেন্টে যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফী এলিম, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি খলকুর রহমান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবুল আহমদ বাচ্চু, খাজা শাহাব আহমদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃদুল কান্তি সরকার, বিয়ানী বাজার সামাজিক সমিতির সাবেক সভাপতি তাহের আহমদ লুৎফুর, সভাপতি নুরুজ্জামান এখলাছ, উপদেষ্টা হারুন আলী।
আয়োজনটিতে উপস্থিত ছিলেন- মিশিগান স্টেট যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগের সদস্য সচিব ফয়ছল আহমদ চৌধুরী, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, মো. মুমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আল গাজী, সহ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য নিয়াজ খাঁন, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মিশিগানের ডেট্রয়েট সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি জনাব আলম খাঁন মুক্তি ও মিশিগান মহানগর আওয়ামী লীগ ও মিশিগান স্টেট যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মিশিগান স্টেট ছাত্রলীগের নেতৃবৃন্দ।