সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশিগানে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ

নিজস্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে চতুর্থ ঢেউ আরও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত একদিনে অতীতের সব রেকর্ড ছাড়াল।

গত শুক্রবার করোনাভাইরাসে ৪০,৬৯২ জন আক্রান্ত এবং ২৫৯ জন মারা গেছেন। রাজ্যে একদিনে গড়ে ২০,৩৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

মিশিগানের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতিকে “সঙ্কটজনক” হিসাবে বর্ণনা করেছেন এবং ভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্যে টিকা, বুস্টার এবং মাস্কিংয়ের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে ৪,৬৬২ জন প্রাপ্তবয়স্ক এবং ১৩৫ জন শিশু নিশ্চিত সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় ৮৬০ জন নিবিড় পরিচর্যায় এবং ৫৪১ জন রোগী ভেন্টিলেটরে আছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১